মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

জয় রাধে


জয় রাধে।সনাতন ধর্ম এমন একটি ধর্ম,যার
মধ্যে অনেক মত,অনেক মার্গ বিদ্যমান।কেউ
বৈষ্ণব,কেউ শাক্ত,কেউবা শৈব।বর্তমানে কিছু
জ্ঞানপাপীরা বলছে,আমার মার্গ ঠিক,বাকি সব
ভূল।এ নিয়ে বিভিন্ন মন্দিরে ঝগড়া বিবাদ,ফ্যাসাদ..
তাদের মতবৈরীতা দেখে মনে হয়,সনাতন ধর্ম
নয়,রাজনৈতিক দল।ছোট একটা উদাহরন দিই।
বৈষ্ণদের একদল ভগবান শ্রীকৃষ্ণকে
মানে,গৌরহরি কে তুচ্ছজ্ঞান করে।অপরদল
গৌরহরিকে মানে,শ্রীকৃষ্ণকে তুচ্ছজ্ঞান
করে।আমার প্রাণসখা শ্রীগোবিন্দ ও
প্রানসখী রাধারানীর মিলিত তনু কলিতে গৌরহরি
রুপে অবর্তীন হন।এখানে ভগবান কখনো
হরি,কখনো রাম,কখনো কৃষ্ণ,কখনোবা গৌরহরি।
ভগবানের বিভিন্ন রুপে লীলাবিলাসে মাধূর্য্য
আছে,কোন আপত্তি বা সঙ্কোচ নেই।
তবে তাদের শ্রদ্ধা করতে আমাদের অসুবিধা
কোথায়?ইষ্টদেব একজন ই হয়,তবে
অপরের প্রতি শ্রদ্ধা রাখলে যশহানি হয়
না,উপরোন্তু সমাজ শতধা বিভক্তির হাত থেকে
মুক্ত হয়।তাই না? জয় রাধামাধব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন